গ্রিনভিল হলো যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার গ্রিনভিল কাউন্টির একটি শহর এবং প্রশাসনিক কেন্দ্র। শহরটিতে ২০১৯ সাল অনুযায়ী আনুমানিক ৭০,৬৩৫ জন জনগণ বসবাস করছে, এবং শহরটি ওই অঙ্গরাজ্যের ষষ্ঠ বৃহত্তর শহর। এটি আটলান্টা এবং নর্থ ক্যারোলাইনার শার্লট শহরের মাঝামাঝি এলাকায় ইন্টারস্টেট ৮৫ বরাবর অবস্থিত এবং ইন্টারস্টেট ১৮৫ ও ৩৮৫ এর মহানগরীয় এলাকার অন্তর্ভুক্ত। মার্কিন আদমশুমারী ব্যুরো অনুযায়ী ২০১৫ এবং ২০১৬ সালের সময়কালে গ্রিনমিল শহরটি যুক্তরাষ্ট্রের চতুর্থ দ্রুত বর্ধমান শহর ছিল।